মহারাষ্ট্রের পর্যটকদের নিয়ে দুশ্চিন্তা প্রকাশ ফড়ণবীস সরকারের

এখনও প্রায় ৩০-৩১ জন পর্যটকের সাথে যোগাযোগ করতে পারিনি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
uttarkashi cloud burst

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তরকাশীর ধরালিতে মেঘ ভাঙা বৃষ্টি এবং আকস্মিক বন্যার বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেন মহারাষ্ট্রের মন্ত্রী যোগেশ রামদাস কদম। এদিন কদম বলেন, "রাজ্য সরকারের পক্ষ থেকে গিরিশ মহাজন উত্তরাখণ্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে, মহারাষ্ট্র থেকে আনুমানিক ১৫১ জন পর্যটক সেখানে আটকে আছেন। তাদের মধ্যে আমরা এখনও প্রায় ৩০-৩১ জন পর্যটকের সাথে যোগাযোগ করতে পারিনি। তাদের খুঁজে বের করার প্রক্রিয়া চলছে। বাকি পর্যটকদের নিরাপদ স্থানে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেছি। মহারাষ্ট্র সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে। এখনও পর্যন্ত কারোর মৃত্যুর কোনও তথ্য পাওয়া যায়নি"।