মহারাষ্ট্র: দলে ভাঙন, আবার শিরোনামে শরদ পাওয়ারের দল, নয়া দ্বন্দ্ব!

এনসিপিতে এবার প্রতীক নিয়ে দ্বন্দ্ব। 

author-image
Aniket
New Update
breaking.webp

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রে এনসিপির দলে ভাঙন ধরিয়েছে বিজেপি। শরদ পাওয়ারের থেকে আলাদা হয়ে অজিত পাওয়ার সক্ষতা তৈরি করেছে বিজেপির সঙ্গে। এবার এনসিপির প্রতীক নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে শরদ পাওয়ার ও অজিত পাওয়ারের গোষ্ঠীর মধ্যে। এই বিষয়ে এবার অজিত পাওয়ার বলেছেন, "নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। তারিখ পাওয়ার পর উভয় পক্ষকেই নির্বাচন কমিশনে উপস্থাপন করা হবে। এরপর যে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তা আমি মেনে নেব"।