নিজস্ব সংবাদদাতা: বর্তমান সময়ে বিহারের রাজনীতি, ঝাড়খণ্ডের রাজনীতি টালমাটাল পরিস্থিতিতে রয়েছে। আর সেই তালিকাতেই যুক্ত হচ্ছে মহারাষ্ট্রের নামও। লোকসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রের রাজনীতিও বেশ বেসামাল। আর সেই বেসামাল পরিস্থিতিতেই আরও একটু ধোঁয়া দিলেন মহারাষ্ট্রের ডেপুটি সিএম দেবেন্দ্র ফড়নবিস। এদিন তিনি বলেন, “অন্যান্য দলের বেশ কিছু শীর্ষ স্থানীয় নেতা বিজেপিতে যোগ দিতে চান। বিশেষত, সিনিয়র নেতাদের আচরণের কারণে বেশ কয়েকজন কংগ্রেস নেতা আমাদের সাথে যোগাযোগ করছেন। তারা তাদের দলে দমবন্ধ বোধ করছেন। যারা সবাই আমাদের যোগাযোগে আছেন যা শীঘ্রই প্রকাশ করা হবে”।