BREAKING: পুনের বিলাসবহুল ফ্ল্যাটের মাদক পার্টিতে হঠাৎ হানা পুলিশের ! উদ্ধার বিপুল পরিমান মাদক,গ্রেপ্তার ৭

পুনের মাদক পার্টিতে হঠাৎ হানা দিল পুলিশ।

author-image
Debjit Biswas
New Update
crime scene

নিজস্ব সংবাদদাতা : পুনের আইটি হাব সংলগ্ন একটি বিলাসবহুল এলাকায়, আজ গভীর রাতে চলমান একটি মাদক পার্টিতে হঠাৎ করেই হানা দেয় পুলিশ। আজ ভোররাতে প্রায় ৩টা ৩০ মিনিট নাগাদ মহারাষ্ট্র ক্রাইম ব্রাঞ্চের টিম ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালায়। এই বিষয়ে ডিসিপি (ক্রাইম) নিখিল পিঙ্গলে জানান, "এই তল্লাশিতে ২.৭ গ্রাম কোকেন সদৃশ পদার্থ, ৭০ গ্রাম গাঁজা, ১০টি মোবাইল ফোন, ২টি চার চাকার গাড়ি, হুক্কা পট, মদ ও বিয়ার বোতল এবং হুক্কার ফ্লেভার উদ্ধার করা হয়েছে।" এই ঘটনায় সেখানে উপস্থিত থাকা সাতজনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে দুইজন মহিলাও উপস্থিত আছেন। ধৃতদের নাম – প্রাঞ্জল খেওয়ালকর, নিখিল পোপতানি, সমীর সইয়দ, শ্রিপাদ যাদব, সচিন  ভোম্বে, ঈশা সিং ও প্রাচী শর্মা। পুলিশ জানিয়েছে, ''শীঘ্রই ধৃতদের আদালতে পেশ করা হবে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।''

drugs ert.jpg