মহারাষ্ট্রের একাল-সেকাল, আয়না তুলে ধরলেন মোদী

'২০১৪ সালের আগে অনুপস্থিত বস্তুর বিষয়ে সতর্কবার্তা ঘোষণা করা হত'।

New Update
Maharashtra

File Picture

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের লাতুরে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেন, “২০১৪ সালের আগে অনুপস্থিত বস্তুর বিষয়ে সতর্কবার্তা ঘোষণা করা হত। সমগ্র দেশে, দিনে ২৪ ঘন্টা, গুরুত্বপূর্ণ স্থানে এই ধরনের সতর্কতা জারি করা হয়েছিল। মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর এই অনাকাঙ্খিত বস্তুগুলি কোথায় হারিয়ে গেল? সংবাদপত্রের শিরোনাম ছিল প্রতিদিন বোমা বিস্ফোরণের খবর, কিন্তু আজ ভারত তার সীমান্ত রক্ষা করতে যথেষ্ট সক্ষম। মোদী জমানাতেই এটা সম্ভব হয়েছে”।

ক,ম্ন

bhhjkkl

Add 1