/anm-bengali/media/media_files/2024/12/01/wCP7LTlcp7lFZyrgBdKt.webp)
নিজস্ব সংবাদদাতা : দুষ্কৃতীদের থেকেই আদায় করা হবে যাবতীয় ক্ষতিপূরণ, এবার নাগপুর হিংসা মামলায় এমনই পদক্ষেপ নিতে চলেছে মহারাষ্ট্র সরকার। আজ এই বিষয়ে কথা বলতে গিয়ে প্রবীণ আইনজীবি ও বিজেপি নেতা উজ্জ্বল নিকম বলেন, "এটি একটি অত্যন্ত লজ্জাজনক ঘটনা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ স্পষ্ট করে দিয়েছেন যে দাঙ্গাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।"
/anm-bengali/media/media_files/5oKDyxxwd9ckfF06WiDL.webp)
এর পাশাপাশি তিন বলেন, "যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে, তাদের থেকেই তার ক্ষতিপূরণ আদায় করা হবে। এই বিষয়ে পুলিশ তদন্ত করছে, তবে আমাদের ভাবতে হবে যে, হঠাৎ করে এমন পরিস্থিতি কেন তৈরি হল ?এবং এর জন্য কে দায়ী?"
#WATCH | Jalgaon, Maharashtra: Senior Advocate and BJP leader Ujjwal Nikam says, "Nagpur violence is a shameful matter. CM Devendra Fadnavis has clearly said that rioters will not be spared. Compensation for the damaged public properties will be collected from rioters. I think… pic.twitter.com/2JyCkd8plp
— ANI (@ANI) March 23, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us