চাষিদের ঋণ মুকুবের পথে মহারাষ্ট্র সরকার — কমিটি গঠন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস

ফডনবিস জানালেন, এপ্রিলের মধ্যে জমা পড়বে ঋণমুক্তির নীতি রিপোর্ট; জুনের মধ্যেই কার্যকর হবে চাষিদের ঋণ মাফের সিদ্ধান্ত।

author-image
Aniket
New Update
Screenshot 2025-10-31 12.06.35 AM

নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস আজ ঘোষণা করলেন যে, মহারাষ্ট্র সরকার তাদের নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুত কৃষকদের ঋণমুক্তি কার্যকর করতে উদ্যোগ নিচ্ছে। সরকার ইতিমধ্যেই একটি উচ্চস্তরীয় কমিটি গঠন করেছে, যা ঋণ মুকুবের পদ্ধতি ও মানদণ্ড নির্ধারণ করে রিপোর্ট দেবে।

ফডনবিস বলেন, “আমাদের সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে কৃষকদের ঋণ মাফ করা হবে। আজ আমরা সেই সিদ্ধান্তের প্রথম ধাপ নিয়েছি। কমিটি নির্ধারণ করবে কীভাবে ও কোন ভিত্তিতে ঋণ মুকুব করা হবে। আগামী ১ এপ্রিলের মধ্যে রিপোর্ট জমা পড়বে, এবং সেই রিপোর্ট অনুযায়ী তিন মাসের মধ্যে — অর্থাৎ ৩০ জুনের আগে — কৃষকদের ঋণ মুকুব সম্পূর্ণ করা হবে।”