/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আজ মহারাষ্ট্রের পুণে জেলার তালেগাঁওয়ের কাছে ইন্দ্রায়নী নদীর উপর সেতু ভেঙে পড়ার ঘটনায় সমগ্র মহারাষ্ট্র জুড়েই এক শোকের হাওয়া বইছে। আর এবার এই ঘটনায়, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেবে বলে ঘোষণা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। আজ এই বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দপ্তর (CMO)-এর টুইটে জানানো হয়েছে, “সেতু দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি আহতদের চিকিৎসার সমস্ত খরচ রাজ্য সরকার বহন করবে।” এই বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, ''এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকবে সরকার।''
/anm-bengali/media/media_files/2024/12/01/wCP7LTlcp7lFZyrgBdKt.webp)
Bridge collapse incident on the Indrayani River | Maharashtra CMO tweets, "CM Devendra Fadnavis has announced that the state government will provide a financial assistance of ₹5 lakh to the families of those who lost their lives in the bridge collapse incident on the Indrayani… pic.twitter.com/b7qYMiR1c3
— ANI (@ANI) June 15, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us