BREAKING: ভেঙে পড়লো ইন্দ্রায়নী নদীর সেতু ! ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মহারাষ্ট্র সরকারের

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : আজ মহারাষ্ট্রের পুণে জেলার তালে‌গাঁওয়ের কাছে ইন্দ্রায়নী নদীর উপর সেতু ভেঙে পড়ার ঘটনায় সমগ্র মহারাষ্ট্র জুড়েই এক শোকের হাওয়া বইছে। আর এবার এই ঘটনায়, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেবে বলে ঘোষণা করলেন  মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। আজ এই বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দপ্তর (CMO)-এর টুইটে জানানো হয়েছে, “সেতু দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি আহতদের চিকিৎসার সমস্ত খরচ রাজ্য সরকার বহন করবে।” এই বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, ''এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকবে সরকার।''

h