ডেঙ্গুতে আক্রান্ত 'ভাইপো', রাজ্য রাজনীতিতে উদ্বেগ

মহারাষ্ট্রের রাজ্য রাজনীতিতে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চোখ রাঙাচ্ছে ডেঙ্গু।

author-image
SWETA MITRA
New Update
ass

নিজস্ব সংবাদদাতাঃ বড় ঘটনা ঘটে গেল মহারাষ্ট্রে। এবার ডেঙ্গুতে আক্রান্ত মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Ajit Pawar)। এনসিপি-অজিতপাওয়ারগোষ্ঠীরনেতাপ্রফুল্লপ্যাটেলটুইটকরে জানিয়েছেন, ‘মহারাষ্ট্রেরউপ-মুখ্যমন্ত্রীঅজিতপাওয়ারগতকালথেকেডেঙ্গুতে (Dengue) আক্রান্তহয়েছেনএবংতাকেআগামীকয়েকদিনেরজন্যচিকিৎকরা সঠিক চিকিৎসা ও বিশ্রামেরপরামর্শদিয়েছেন। শ্রী অজিত পাওয়ার তাঁর জনসেবার দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। একবার তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠলে, তিনি তার নিবেদিত জনসাধারণের দায়িত্ব চালিয়ে যাওয়ার জন্য পুরো শক্তিতে ফিরে আসবেন।‘