ফের কাকার কাছে ছুটলেন ভাইপো, মহারাষ্ট্রে হচ্ছেটা কী?

ওয়াইবি চৌহান সেন্টারে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) যুব শাখার কর্মীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রবীণ শরদ পাওয়ার স্পষ্ট জানিয়ে দেন যে তিনি বিজেপিকে সমর্থন করতে পারবেন না এবং তাঁর "প্রগতিশীল রাজনীতি" চালিয়ে যাবেন।

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
sww.jpg

নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রে রাজনৈতিক ‘নাটক’ যেন শেষই হতে চাইছে না। বিদ্রোহ ঘোষণা করেও ফের এনসিপি প্রধান শরদ পাওয়ারের (Sharad Pawar) দ্বারস্থ হয়েই চলেছেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Ajit Pawar) সহ অনেকে। জানা গিয়েছে, আজসোমবার মহারাষ্ট্রেরউপ-মুখ্যমন্ত্রীঅজিতপাওয়ারএবংএনসিপিবিধায়করাটানাদ্বিতীয়দিনেরমতোদলেরসভাপতিশরদপাওয়ারেরসাথেদেখাকরতেমুম্বাইয়েরওয়াইবিচৌহানসেন্টারেপৌঁছেছেন।শরদপাওয়ারশীঘ্রইওয়াইবিচৌহানসেন্টারেপৌঁছাবেন বলে খবর।