প্রধানমন্ত্রীর জন্মদিনে সেবা পাক্ষিকের ঘোষণা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ফড়নবীসের

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ফড়নবীসের বড় বক্তব্য।

author-image
Aniket
New Update
Screenshot 2025-09-17 10.40.57 PM

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন উপলক্ষে জানান, রাজ্যে ‘সেবা পাক্ষিক’ কর্মসূচি আয়োজিত হয়েছে সাধারণ মানুষের সেবার জন্য। তিনি বলেন, মোদির নেতৃত্বে ইতিমধ্যেই ২৫ কোটি মানুষ দারিদ্রসীমার ঊর্ধ্বে উঠেছেন। সমাজের শেষ প্রান্তে থাকা মানুষকেও উন্নয়নের মূল স্রোতে আনা প্রধানমন্ত্রীর কাজের দর্শনকে প্রতিফলিত করে।

ফড়নবীস আরও দাবি করেন, সাধারণ মানুষকে উন্নয়নের শক্তি করে তোলা এবং অর্থনীতিকে প্রসারিত করাই প্রধানমন্ত্রীর শাসনব্যবস্থার নতুন মডেল। তিনি আশাবাদীভাবে বলেন, মাত্র দুই বছরের মধ্যেই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে, যেখানে কেবল আমেরিকা ও চীন এগিয়ে থাকবে। তবে ২০৪৭ সালের মধ্যে ভারত তাদেরও ছাড়িয়ে বিশ্বের শীর্ষ অর্থনীতিতে পরিণত হবে এবং একটি পূর্ণাঙ্গ উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত হবে।