New Update
/anm-bengali/media/media_files/lHeuaXyw1xYgQeyKh2Yi.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বৃহস্পতিবার রায়গড়ে ভূমিধসের ঘটনায় শোক প্রকাশ করেছেন। এবং মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।
Landslide in Raigad | CM Eknath Shinde has announced that Rs 5 lakh each will be given to the families of the deceased and the government will bear the cost of treatment of the injured: Maharashtra CMO https://t.co/r26rmMtmHmpic.twitter.com/a7p4hSPs1z
— ANI (@ANI) July 20, 2023
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, "মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ইরশালওয়াড়ি গ্রামে ভূমিধসের ঘটনায় শোক প্রকাশ করেছেন। এই দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা সহায়তা দেওয়া হবে এবং আহতদের চিকিৎসার খরচ সরকার বহন করবে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us