/anm-bengali/media/media_files/IEykrUXEr6ngpwX7k4xM.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতায় আসার পর এবার প্রতিশ্রুতি পূরণের পালা। তেলেঙ্গানায় মহালক্ষী বাস গ্যারান্টি প্রকল্প চালু হতে চলেছে। এই নিয়ে ঘোষণা করলেন তেলেঙ্গানা রাজ্য সড়ক পরিবহন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ভিসি সাজ্জানার। তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি এই প্রকল্পের উদ্বোধন করবেন। ৭২৯২টি বাসে এই প্রকল্প চালু করা হবে এবং তেলেঙ্গানার সীমান্ত পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। এই প্রকল্পের জন্য আমরা চালক এবং কন্ডাক্টারসহ আমাদের অন্যান্য কর্মীদের ইতিমধ্যেই যাবতীয় তথ্য দিয়ে দিয়েছি। আমি সমস্ত মহিলা এবং তৃতীয় লিঙ্গের মানুষকে অনুরোধ করবো যে এই প্রকল্পের সুবিধা নিন এবং প্রকল্পকে সাফল্যমন্ডিত করে তুলুন'।
#WATCH | On Congress' Mahalaxmi free Bus Guarantee Scheme, Managing Director of the Telangana State Road Transport Corporation, VC. Sajjanar says, "The scheme will be launched by the Chief Minister of Telangana Revanth Reddy...The scheme will be launched in 7292 buses and it will… pic.twitter.com/foBSP8DaNi
— ANI (@ANI) December 8, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us