New Update
/anm-bengali/media/media_files/GfmDSdyDxvqVnmRDFpmk.jpg)
নিজস্ব সংবাদদাতা : মহাকুম্ভের মহা প্রভাবে দ্রুত এগিয়ে চলেছে ভারতের অর্থনীতি। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে এই তথ্যই উঠে এল। এই রিপোর্টে বলা হচ্ছে যে, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)-এর সুদের হার কমানোর সম্ভাবনা এবং মহাকুম্ভের মতো একটি বিশাল ধর্মীয় সমাবেশে যে পরিমান ব্যবসা-বাণিজ্য হয়েছে, তার ফলে ২০২৪-২০২৫ এর চতুর্থ ত্রৈমাসিকে বাড়বে ভারতের জিডিপির হার, দ্রুত গতিতে এগিয়ে যাবে ভারতের অর্থনীতি। অর্থাৎ মহাকুম্ভ যে ভারতের অর্থনীতিতেও দারুন প্রভাব ফেলেছে, তা প্রমান করে দিচ্ছে এই রিপোর্ট।
India's GDP to grow at faster pace in Q4; RBI rate cut and businesses at Mahakumbh could aid recovery: Report
— ANI Digital (@ani_digital) March 3, 2025
Read @ani Story | https://t.co/5zFADgFeFh#GDP#Growth#RBI#Mahakumbhpic.twitter.com/uiPaSATwjC
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us