New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : সকাল সকাল বোমা হামলার হুমকি মাদুরাই বিমানবন্দরে। এই বিষয়ে মাদুরাই বিমানবন্দরের ডিরেক্টর জানিয়েছেন যে,আজ সকালে একটি ইমেল মারফত বিমানবন্দরে বোমা রাখা আছে বলে দাবি করে হুমকি দেওয়া হয়। এই হুমকির খবর পাওয়ার পরই কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/03/blast-2025-08-03-21-32-22.jpg)
বিমানবন্দরের ডিরেক্টর মুত্থুকুমার (Muthukumar) এই হুমকি পাওয়ার সঙ্গে সঙ্গেই মাদুরাই জেলা কালেক্টর (District Collector) এবং পুলিশ কমিশনারকে (Commissioner of Police) বিষয়টি জানান। এরপর সিআইএসএফ (CISF) কর্মীরা এবং পুলিশ যৌথভাবে বিমানবন্দর চত্বর ও তার আশেপাশে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। বর্তমানে বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হুমকিটির সত্যতা যাচাই করতে এই জোরদার তল্লাশি চলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us