শান্তিপূর্ণ নির্বাচন, অথচ মধ্যপ্রদেশে চলছে পুনর্নির্বাচন

মধ্যপ্রদেশে চলছে পুনর্নির্বাচন।

New Update
election (2)

File Picture

নিজস্ব সংবাদদাতা: গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ উঠেছিল, আর সেই অভিযোগের ভিত্তিতে মধ্যপ্রদেশে চলছে পুনর্নির্বাচন। মধ্যপ্রদেশের ভিন্ডের কিশুপুরা নম্বর ৭১ নম্বর ভোট কেন্দ্রের অধীনে ৩ নম্বর বুথে চলছে সেই নির্বাচন। সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে সেই পুনঃভোটে অংশ নিয়েছে এলাকার মানুষজন।

যা জানা যাচ্ছে, ১৭ নভেম্বর নির্বাচনের দিন কিছু লোক কিশুপুরার সংশ্লিষ্ট বুথে ভোটের ভিডিও শ্যুট করছিল। গোপনীয়তা ভঙ্গের দায়ে পোলিং টিমের চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। আর তারপরই সিদ্ধান্ত হয় পুনর্নির্বাচনের। যদিও বিরোধীদের একাংশের দাবি বিজেপি শাসিত রাজ্য বলেই এই পুনর্নির্বাচন প্রক্রিয়া। একটি ভোটও ছাড়তে চাইছে না গেরুয়া শিবির, তাই এতো ব্যবস্থা।

 

hiren