/anm-bengali/media/media_files/A8U7j0DdS70znu73qESq.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলেছেন এবং সোমবার সন্ধ্যায় রাজ্যের রাজধানীর সাতপুরা ভবনে আগুন নেভাতে বিমান বাহিনীর সহায়তা চেয়েছেন।
মুখ্যমন্ত্রী কার্যালয় জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী বিমানবাহিনীকে নির্দেশ দিয়েছেন এবং তাঁর নির্দেশ মেনে এএন ৩২ বিমান এবং এমআই ১৫ হেলিকপ্টার আজ রাতে ভোপালে পৌঁছাবে।
Madhya Pradesh CM Shivraj Singh Chouhan spoke to Defence Minister Rajnath Singh today and sought the help of the Indian Air Force to extinguish the fire at Satpura Bhawan in Bhopal. On the directions of Defence Minister, IAF's AN 32 and Mi-15 aircraft will reach Bhopal tonight.
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) June 12, 2023
জানা গিয়েছে, এএন ৩২ এয়ারক্রাফট ও এমআই ১৫ হেলিকপ্টার ভবনের ওপর থেকে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করবে। ভোপাল বিমানবন্দর সারা রাত খোলা থাকবে।
সূত্রে খবর, ভবনের তৃতীয় তলায় আগুন লাগলেও পরে তা ভবনের ষষ্ঠ তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর জন্য নিরন্তর প্রচেষ্টা চালানো হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us