ছত্তিশগড়ের পর মধ্যপ্রদেশেও ধাক্কা খেতে পারে BJP!

ছত্তিশগড়ে (Chattishgarh) কংগ্রেসে (Congress) যোগ দিলেন বর্ষীয়ান বিজেপি (BJP) নেতা নন্দ কুমার সাই। প্রতিবেশী রাজ্যে এই ঘটনার পর মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রাজনীতি থেকেও বড় খবর সামনে আসছে।

author-image
Pritam Santra
New Update
bjp.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ছত্তিশগড়ে (Chattishgarh) কংগ্রেসে (Congress) যোগ দিলেন বর্ষীয়ান বিজেপি (BJP) নেতা নন্দ কুমার সাই। প্রতিবেশী রাজ্যে এই ঘটনার পর মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রাজনীতি থেকেও বড় খবর সামনে আসছে। দাবি করা হচ্ছে, ছত্তিশগড়ের পর মধ্যপ্রদেশেও বড় ধাক্কা পেতে পারে বিজেপি। কারণ এক প্রবীণ বিজেপি নেতা বড় বিবৃতি দিয়েছেন। প্রাক্তন বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত কৈলাশ জোশীর ছেলে দীপক জোশীকে নিয়ে অনেক রাজনৈতিক জল্পনা চলছে। জানা গিয়েছে, দীপক জোশী সম্প্রতি প্রবীণ কংগ্রেস নেতা মুকেশ নায়েকের সঙ্গে দেখা করেছেন। এই বৈঠকের পর দীপক জোশী বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিতে পারেন বলেও জল্পনা শুরু হয়েছে।