হিজাব নিয়ে বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর, মুখ খুললেন শিক্ষামন্ত্রী

এর আগে মহীশূরে এক জনসভায় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছিলেন, হিজাপের ওপর এখন কোনও নিষেধাজ্ঞা নেই। মেয়েরা যা খুশি তাই পরতে পারে।

author-image
SWETA MITRA
New Update
hijab.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকের (Karnataka) কংগ্রেসসরকারঘোষণাকরেছেযেশীঘ্রইহিজাবেরউপরনিষেধাজ্ঞাতুলেনেওয়াহবে।মুখ্যমন্ত্রীসিদ্দারামাইয়ানিজেইএইঘোষণাকরেছেন।মুখ্যমন্ত্রীবলেন, রাজ্যেরমহিলারাযাখুশিতাইপরতেপারেন।এদিকে কর্ণাটকে হিজাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া প্রসঙ্গে রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী মধু বাঙ্গারাপ্পা (Madhu Bangarappa) এবার বড় মন্তব্য করলেন। তিনি বলেন, 'এই ইস্যু নিয়ে রাজনীতি করা উচিত নয়। রাজ্যের শিক্ষানীতি সংস্কৃতি, পড়াশোনা এবং অন্যান্য বিষয়কে অন্তর্ভুক্ত করে।‘