নিজস্ব সংবাদদাতা: জমিয়ত উলামা-ই-হিন্দের সভাপতি মৌলানা মাহমুদ মাদানির বক্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানালেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি। তিনি অভিযোগ করে বলেন, মাদানি বারবার ‘জিহাদ’ নিয়ে বক্তব্য দিচ্ছেন এবং সর্বশেষ বক্তব্যে তিনি বিপজ্জনকভাবে স্কুলের পাঠ্যক্রমে ‘জিহাদ’ যুক্ত করার দাবি তুলেছেন।
/anm-bengali/media/post_attachments/227cc5f4-fda.png)
রাজভির কথায়, এই প্রচেষ্টা দেশের শান্তিপূর্ণ পরিস্থিতি বিঘ্নিত করতে পারে এবং হিন্দু–মুসলিম বিভেদ বাড়াতে পারে। তিনি সতর্ক করে বলেন, এমন সংঘাত হলে তার ক্ষতি মুসলমানদেরই বেশি হবে। রাজভির দাবি, মাদানি বিভাজন তৈরি করছেন এবং ঘৃণার বীজ বপন করছেন।
মাদানির ‘জিহাদ’ মন্তব্যে সমালোচনার ঝড়
মাওলানা শাহাবুদ্দিন রাজভির অভিযোগ— ‘জিহাদ’ পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির দাবি শান্তি নষ্টের চেষ্টা।
নিজস্ব সংবাদদাতা: জমিয়ত উলামা-ই-হিন্দের সভাপতি মৌলানা মাহমুদ মাদানির বক্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানালেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি। তিনি অভিযোগ করে বলেন, মাদানি বারবার ‘জিহাদ’ নিয়ে বক্তব্য দিচ্ছেন এবং সর্বশেষ বক্তব্যে তিনি বিপজ্জনকভাবে স্কুলের পাঠ্যক্রমে ‘জিহাদ’ যুক্ত করার দাবি তুলেছেন।
রাজভির কথায়, এই প্রচেষ্টা দেশের শান্তিপূর্ণ পরিস্থিতি বিঘ্নিত করতে পারে এবং হিন্দু–মুসলিম বিভেদ বাড়াতে পারে। তিনি সতর্ক করে বলেন, এমন সংঘাত হলে তার ক্ষতি মুসলমানদেরই বেশি হবে। রাজভির দাবি, মাদানি বিভাজন তৈরি করছেন এবং ঘৃণার বীজ বপন করছেন।