Breaking : বাঁধ ভাঙা বর্ষণ! লন্ডভন্ড! রইলো ভিডিও

জলের তোড় দেখে বোঝার উপায় নেই এটা সমুদ্র নয়। ভারী বর্ষণে সমুদ্রের আকার ধারণ করেছে গুজরাটের মাছন্নালা বাঁধ। দেখুন ভিডিও।

author-image
Pallabi Sanyal
18 Sep 2023 আপডেট করা হয়েছে 19 Sep 2023
ংনম

নিজস্ব সংবাদদাতা : প্রবল বর্ষণ! নর্মদা নদীর বিপদ সীমার উপর দিয়ে বইছে জলস্রোত। গুজরাটে বন্যা পরিস্থিতি। প্রকাশ্যে এল আরো এক ভয়ঙ্কর ভিডিও। প্রবল বর্ষণে উপচে পড়ছে দাহোদের মাছন্নালা বাঁধ। চারিপাশ তছনছ। জলমগ্ন মন্দির। জলের তোড় এতটাই যে সবকিছু ভাসিয়ে নিয়ে চলেছে।দেখে বোঝার উপায় নেই সমুদ্র নাকি লোকালয়। বিপর্যস্ত জনজীবন। দেখুন ভিডিও।