Big News: গুলির লড়াইয়ে ফের শহিদ ১ জওয়ান! আহত বহু

নিয়ন্ত্রণরেখার মাচল সেক্টরের কামকারিতে একটি ফরোয়ার্ড পোস্টে অজ্ঞাতপরিচয় কর্মীদের সঙ্গে গুলি বিনিময় হয়েছে।

author-image
Probha Rani Das
New Update
Indian army kj.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃজম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার মাচল সেক্টরের কামকারিতে একটি ফরোয়ার্ড পোস্টে অজ্ঞাতপরিচয় কর্মীদের সঙ্গে গুলি বিনিময় হয়েছে।

জানা গিয়েছে,মাচল এনকাউন্টারে এক মেজর পদমর্যাদার অফিসার-সহ পাঁচ ভারতীয় সেনা জওয়ান জখম হয়েছেন। ঘটনাস্থল থেকে পাঁচ সেনাকে সরিয়ে নেওয়া হয়েছে। আহত জওয়ানদের মধ্যে একজন প্রাণ হারিয়েছেন। 

Adddd