দিল্লিতে ধুন্ধুমার ! নকল পুলিশ সেজে ২০ লক্ষ টাকা ও ১৪০০ গ্রাম সোনা লুট করলো ২ দুষ্কৃতী

বড় চুরির ঘটনা ঘটলো দিল্লিতে।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : নকল পুলিশ সেজে আসল সোনা লুট। আজ ঠিক এমনই একটি অদ্ভুত চুরির ঘটনা ঘটলো, দিল্লির ফার্শ বাজার এলাকার ছোটা বাজারের, একটি সোনা গলানোর দোকানে। অভিযোগ, দুই ব্যক্তি পুলিশ সেজে প্রায় ২০ লক্ষ টাকা এবং ১৪০০ গ্রাম সোনা লুট করেছে। এই ঘটনার পর ইতিমধ্যেই দিল্লি পুলিশ একটি এফআইআর (FIR) দায়ের করেছে।

পুলিশ সূত্রে খবর, আজ দুপুর ১টা ৫০ মিনিট নাগাদ ওই দুই অভিযুক্ত, পুলিশ অফিসারের ছদ্মবেশে ওই দোকানে প্রবেশ করে। এরপর তারা দোকানের মালিককে ভয় দেখিয়ে নগদ টাকা এবং বিপুল পরিমাণ সোনা নিয়ে পালিয়ে যায়।

Police

এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ (CCTV FOOTAGE) খতিয়ে দেখছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করার জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে।