লখনউ: সংবিধান লঙ্ঘনের দায় কংগ্রেসের — উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক

ইউপি’র উপমুখ্যমন্ত্রী বলেন, জরুরি অবস্থার সময় সংবিধানকে দুর্বল করার জন্য কংগ্রেসকেই দায় নিতে হবে।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-10-08 9.54.00 PM

নিজস্ব সংবাদদাতা: লখনউয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক কংগ্রেস ও আইএনডিআই জোটের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “জরুরি অবস্থার সময় কংগ্রেস দল সংবিধানকে দুর্বল করেছিল। আজ রাহুল গান্ধী ও তাঁর দলের সদস্যরা সংবিধানকে প্রতীক হিসেবে বহন করছেন, কিন্তু বাস্তবে তাঁরা সেটির প্রতি শ্রদ্ধা দেখাননি।”

ব্রজেশ পাঠকের অভিযোগ, শুধু কংগ্রেসই নয়, সমাজবাদী পার্টি ও আইএনডিআই জোটের সদস্যরাও বারবার সংবিধানের মূল চেতনা উপেক্ষা করেছেন।