New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: লখনউয়ে আজ সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব চীন-বাণিজ্য ও মার্কিন নীতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র অভিযোগ আনেন।
অখিলেশ বলেন,
"চীনের সঙ্গে আমাদের বাণিজ্য এমন এক পর্যায়ে পৌঁছেছে যা আমরা কল্পনাও করতে পারিনি… নিজেদের অর্থনীতি ও ব্যবসা রক্ষার জন্য যুক্তরাষ্ট্র বিভিন্ন নিষেধাজ্ঞা দিচ্ছে এবং বিশ্বের বহু দেশকে চাপ দিচ্ছে।"
/anm-bengali/media/post_attachments/1663a322-8b0.png)
তিনি দাবি করেন,
"কিন্তু আমাদের ভারত সরকার ওই সব মার্কিন নিষেধাজ্ঞা মাথা পেতে নিচ্ছে। এমন খবরও আসছে যে ভারত সরকার নীরবে আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে…"
মার্কিন পণ্য বাজারে ঢুকলে দেশের শিল্প চরম ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করে তিনি বলেন,
"যখন আমেরিকান পণ্য আমাদের বাজারে প্রবেশ করবে, তখন আমাদের শিল্প ও ব্যবসা বিপদের মুখে পড়বে…"
অখিলেশ যাদবের এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us