গুরুতর বিপদে পড়বেন সাধারণ মানুষ ! কি দাবি নিয়ে অর্থমন্ত্রীকে চিঠি দিল অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটর্স ফেডারেশন ?

কেন হঠাৎ অর্থমন্ত্রীকে চিঠি ?

author-image
Debjit Biswas
New Update
nirmala sitharaman lskks.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার এলপিজি সুরক্ষা হোস (LPG Suraksha Hose)-এর উপর জিএসটি (GST) ১৮% থেকে কমিয়ে ৫% করার অনুরোধ জানিয়ে,কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দিল অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটর্স ফেডারেশন। এই বিষয়ে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে,''এলপিজি সুরক্ষার হোস রান্নার গ্যাসের একটি অপরিহার্য অংশ। এর উপর উচ্চ হারে জিএসটি চাপানো হলে সাধারণ মানুষের উপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হবে। সুরক্ষার এই গুরুত্বপূর্ণ উপকরণের দাম কমানো হলে তা গ্রাহকদের জন্য সুবিধাজনক হবে এবং এটি সকলের কাছে সহজলভ্য হবে।''

x

এই চিঠিতে আরও বলা হয়েছে যে,''এলপিজি একটি নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং এর সঙ্গে সম্পর্কিত সকল আনুষঙ্গিক দ্রব্যের উপর করের হার কম হওয়া উচিত। এরফলে সরকারের 'সবকা সাথ, সবকা বিকাশ' নীতির প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যও বজায় থাকবে।'' ফেডারেশন আশা করছে, অর্থমন্ত্রী এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং জিএসটি কাউন্সিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।