৬ বছরে সবচেয়ে কম মুদ্রাস্ফীতি

সবজি-ডিম-মাছ-মাংসের দাম হ্রাস; দাবি কেন্দ্রীয় রিপোর্টে।

author-image
Jaita Chowdhury
New Update
oiuyfgdz

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: এক ধাক্কাট কমল মুদ্রাস্ফীতি ৷ গত ছ'বছরের মধ্যে সবচেয়ে কম মুদ্রাস্ফীতি হয়েছে চলতি বছরের মার্চে ৷ শাক-সবজি ও প্রোটিন সমৃদ্ধ খাদ্য সামগ্রীর দাম কমেছে ৷ তাই তা ৩. ৩৪ শতাংশে নেমে এসেছে ৷ এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান (স্ট্যাটিসটিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, এমওএসপিআই) মন্ত্রকের প্রকাশিত তথ্য 

sensex