/anm-bengali/media/media_files/6xIJgmAOlb0f9pL5SkLE.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনে বিজেপির হার হয়েছে। তবে লোকসভায় আসন লাভ করার জন্য প্রস্তুতি শুরু করেছে বিজেপি। এবার এই বিষয়ে অমিত শাহের নির্দেশের কথা জানিয়ে বার্তা দিলেন বিজেপি সাংসদ এবং বিজেপি ওবিসি মোর্চার সভাপতি ডাঃ কে লক্ষ্মণ। তিনি বলেছেন, "লোকসভা নির্বাচনের জন্য, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তেলেঙ্গানার আমাদের দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন। আসন্ন নির্বাচনে বিজেপির জন্য তেলেঙ্গানায় ক্ষমতা লাভের নিশানা স্থির করে দিয়েছেন অমিত শাহ। মানুষ প্রধানমন্ত্রী মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী করার মনস্থির করেছে কারণ তেলেঙ্গানায়ও মানুষ ডাবল ইঞ্জিনের সরকার চায়।"
#WATCH | Dr K Laxman, BJP MP & President of BJP OBC Morcha says, " For Lok Sabha elections, Home Minister Amit Shah has given his guidance to our party workers of Telangana. The upcoming election is for BJP to gain power in Telangana...people have made up their minds to make PM… pic.twitter.com/BHXdPwQe0K
— ANI (@ANI) December 28, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us