/anm-bengali/media/media_files/ZbucHuZIO0i0HNDeiN63.jpg)
নিজস্ব সংবাদদাতা : ভারতের মহাকাশ কর্মসূচির ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত হওয়ার পর, এবার লোকসভায় এই বিষয়ে একটি বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছে। আগামীকাল, সোমবার, এই আলোচনা অনুষ্ঠিত হবে ভারতের প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) নভোচারী শুভাংশু শুক্লার মহাকাশ যাত্রার ওপর। ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্য পূরণে মহাকাশ কর্মসূচির গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েও এই বৈঠকে আলোচনা হবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/3jBYcecb5k1wut3W60d7.jpg)
গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, যিনি অ্যাক্সিওম-৪ মিশনের অংশ হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন, কিছুদিন আগেই দেশে ফিরেছেন। এরপর দিল্লিতে তাকে উষ্ণ সংবর্ধনাও জানানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং ইসরো-র চেয়ারম্যান ভি. নারায়ণন বিমান বন্দরে তাকে স্বাগত জানান। তার সঙ্গে ফিরেছেন তার ব্যাকআপ নভোচারী প্রশান্ত বালাকৃষ্ণান নায়ারও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us