লোকসভা ভোটে ‘পথে পথেই’ দূরত্ব মেটাচ্ছেন প্রধানমন্ত্রী

১১২টি জাতীয় মহাসড়ক জাতির উদ্দেশে উৎসর্গ করা হবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
GIXJTWaWgAASV-F.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজ ফের এক ঐতিহাসিক অধ্যায়ের শুরু হচ্ছে মোদির হাত ধরে। উদ্বোধন হতে চলেছে দ্বারকা এক্সপ্রেসওয়ের। সেই মুহুর্তের কিছু টুকরো ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

GIXJTWgW4AEKBvV.jpg

তাঁর নিজের এক্স হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেছেন তিনি। একই সাথে লিখেছেন, “সারা ভারতে সংযোগের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন। আজ দুপুর ১২টায়, বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা ১১২টি জাতীয় মহাসড়ক জাতির উদ্দেশে উৎসর্গ করা হবে। তাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। দ্বারকা এক্সপ্রেসওয়ের হরিয়ানা সেকশন উদ্বোধন করা হবে আজ। এই প্রকল্পগুলি অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াবে এবং পরবর্তী প্রজন্মের অবকাঠামো নির্মাণের জন্য আমাদের প্রচেষ্টার সাথে সামঞ্জস্যপূর্ণ”। দীর্ঘ কয়েকবছর ধরে এই রাস্তা নির্মাণের কাজ চলছিল। আর আজ লোকসভা নির্বাচনের আগেই শুরু হয়ে যাচ্ছে এর পথচলা।

GIXJTWdXwAAogK_.jpg

Add 1

স্ব

স