নির্বাচন, ‘দ্বিতীয় দফা ভোটে বিজেপির আসন কমে গেছে’! ফাঁস করলেন কং নেতা

শুরু হয়ে গিয়েছে ২০২৪ লোকসভা নির্বাচন। সেই নিয়ে দেশ জুড়ে উত্তেজনা এখন তুঙ্গে। এরই মধ্যে ভোট নিয়ে বিজেপিকে নিশানা করে বিশেষ মন্তব্য করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

author-image
Probha Rani Das
New Update
1689579819_jairam-ramesh-congress

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃকংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, “প্রথম দফার ভোটের পরেই এটা স্পষ্ট হয়ে গেছে যে বিজেপি দক্ষিণ মে সাফ, উত্তর মে হাফ’। দ্বিতীয় দফা ভোটে বিজেপির আসন কমে গেছে। প্রথম দফা ও দ্বিতীয় দফার ভোটের পর এটা স্পষ্ট হয়ে গেছে যে, ইন্ডিয়া জোট একটি স্পষ্ট ও নির্ণায়ক জনাদেশ পেতে চলেছে।” 

swkllk4.jpg

Add 1