আসন্ন লোকসভা ভোট, ১০০ আসনের প্রার্থী ঘোষণা বিজেপির

সামনেই লোকসভা ভোট হতে চলেছে। ২০২৪ লোকসভা নির্বাচনের প্রস্তুতি চলছে জোড়তাড়। জানা গিয়েছে চলতি মাসের শেষের দিকেই বিজেপি তাঁর প্রার্থীদের নাম ঘোষণা করবে।

author-image
Probha Rani Das
New Update
bjp flag

নিজস্ব সংবাদদাতাঃসামনেই লোকসভা ভোট। এ মাসেই লোকসভার একশোটি আসনের প্রার্থী ঘোষণা করে দেবে বিজেপি। তৈরি হয়ে গেছে প্রার্থীদের তালিকা। ২৯ ফেব্রুয়ারি দিল্লিতে দলের নির্বাচন কমিটির বৈঠক ডাকা হয়েছে। সেখানে কমিটি তালিকায় আনুষ্ঠানিক সিলমোহর দেওয়ার পর ওই দিনই তা প্রকাশ করা হবে।

বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ উপস্থিত থাকবেন। তালিকায় বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যসভায় সদস্যের নাম থাকতে পারে। দুর্বল আসনগুলি দখলে সেখানে বিশেষ প্রার্থী দেওয়ার কৌশল নিয়েছে বিজেপি। গত নভেম্বর মাসে মধ্যপ্রদেশ, রাজস্থানে বিজেপি এই কৌশলেই বাজিমাত করেছে।