ফের লোকসভা মুলতবি ! বিহারের ভোটার তালিকা সংশোধন ইস্যুতে চাপ বাড়াচ্ছে বিরোধীরা

পুরো দিনের জন্য মুলতুবি করা হল লোকসভা।

author-image
Debjit Biswas
New Update
rahul sonia sd1.jpg


নিজস্ব সংবাদদাতা : বিহারে ভোটার তালিকা সংশোধনের বিতর্কিত ইস্যুকে কেন্দ্র করে বুধবার সংসদের নিম্নকক্ষ লোকসভায় প্রবল হই-হট্টগোল শুরু হয়। বিরোধী দলগুলির বিক্ষোভের কারণে অধিবেশন মুলতবি করতে বাধ্য হন স্পিকার।

সংসদ সূত্রে জানা গেছে, আজ সকাল থেকেই 'ইন্ডিয়া' জোটের সাংসদরা বিহারে 'স্পেশাল ইনটেনসিভ রিভিশন' (SIR) নামে ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদ জানাতে শুরু করেন। এই প্রক্রিয়ায় লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বলে অভিযোগ তোলেন বিরোধীরা। এ বিষয়ে  তারা সংসদে আলোচনার দাবি জানান। এরপর বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন এবং প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

fake voter cards

এই বিষয়ে স্পিকার ওম বিড়লা বারবার শান্ত হওয়ার আবেদন জানালেও বিরোধী সাংসদরা নিজেদের দাবিতে অনড় থাকেন এবং বিক্ষোভ চালিয়ে যান। এরপর স্পিকার প্রথমে দুপুর ১২টা পর্যন্ত এবং পরে সারাদিনের জন্য লোকসভার অধিবেশন মুলতবি ঘোষণা করেন।