New Update
/anm-bengali/media/media_files/qBV7AY5OtGZ2K8Aqx8RC.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা ভোটে জিতে সংসদে গিয়েছেন জুন মালিয়া, সায়নী ঘোষ, মহুয়া মৈত্র। আজ সংসদের অধিবেশনে তারা উপস্থিত চছিলেন তারা সকলেই। তবে দুপুরের পরেই তারা সকলেই ঘুমে ঢুলে পড়েছেন।
/anm-bengali/media/post_attachments/fdd543bc4c5e324e31bc2c2d67530fc554b7e8b204d33fd041245163990eedef.jpeg)
সূত্র মারফত জানা গিয়েছে যে, দুপুরের পরেই তারা অধিবেশন চলাকালীন ঘুমিয়ে পড়েন। সংসদের সিসিটিভিতে সেই ছবি ধরা পড়েছে। এই ছবি মুহূূর্তেই নেট মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল হতেই হাসির খোরাক হয়েছেন সাংসদরা। ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে যে, পাশাপাশি বসে থাকতে দেখা গিয়েছে মহুয়া মৈত্র, জুন মালিয়া এবং সায়নী ঘোষকে। যাদের মধ্যে মহুয়া মৈত্র এবং সায়নী ঘোষ ঘুমে কাদা, আর তাদের মধ্যে বসে রয়েছেন জুন মালিয়া। তার চোখ ঘুমে ঢলে পড়ছে। এই ছবি দেখে নেট নাগরিকরা হেসে মিম বানিয়েছেন। অনেকে এই ছবির নীচে মজার মজার কমেন্ট করেছেন।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us