পার পাবেন না মহুয়া! বড় হুঁশিয়ারি নিশিকান্ত দুবের

ফের আসরে নামলেন নিশিকান্ত দুবে।

author-image
SWETA MITRA
New Update
mahua nishi.jpg

নিজস্ব সংবাদদাতাঃতৃণমূলসাংসদমহুয়ামৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে 'ক্যাশ-ফর-কোয়েরি' অভিযোগনিয়েলোকসভারএথিক্সপ্যানেলেররিপোর্টেরবিষয়ে মুখ খুললেনবিজেপিসাংসদনিশিকান্তদুবে (Nishikant Dubey)। তিনিবলেন, "এথিক্সপ্যানেলতদন্তেরপরলোকসভারস্পিকারেরকাছেসুপারিশপাঠিয়েছে।মহুয়ামৈত্রনৈতিকতাকমিটিরকোনওপ্রশ্নেরউত্তরদেননি। যদিকোনওসাংসদবলেনযেআমারওটিপিঅন্যজনব্যবহারকরেছেন, এটিভুল, সরকারএইকর্তৃত্বদেয়নি।আপনিকোনওবহিরাগতকেআপনারলগইনপরিচয়পত্রদিতেপারবেননা। ভারতসম্পর্কেকিছুস্পর্শকাতরতথ্য শেয়ার করা অনেক বিপদ ডেকে আনতে পারে। এইতথ্যদিয়েবাজারম্যানিপুলেটকরাযেতেপারে।" তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের 'চিরহরন' অভিযোগ প্রসঙ্গে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেন, "মহুয়া মৈত্রের বন্ধুরা তাঁর 'চিরহরন' করছে। দানিশ আলি এবং গিরিধারী যাদবের কাছ থেকে এটি জিজ্ঞাসা করা উচিত। যখন এথিক্স কমিটির রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করা হবে, তখন সবকিছু পরিষ্কার হয়ে যাবে।“