নিজস্ব সংবাদদাতাঃ বিজেপি সাংসদ দীনেশ শর্মা বলেছেন, “এটি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধার্ঘ্য। ৩৭০ ধারার বিরোধিতা করে জীবন কাটিয়েছেন তিনি। তাই এবার দেশবাসী বিজেপিকে ৩৭০টি আসন দিয়ে শ্রদ্ধা জানাবেন। শক্তিশালী ঐতিহাসিক অতীত থাকলেও কংগ্রেস এখন ভেঙে পড়ছে।”
/anm-bengali/media/media_files/sXr9Wav6B5LsbSa2xQsK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)