New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতা: গতকাল দেশের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনে ৩ রাজ্যে বিরাট জয় পেয়েছে বিজেপি। তার পরেই দিনই অর্থাৎ আজ সকাল সকাল সংসদে শীতকালীন অধিবেশন শুরু হতেই অশান্তি লোকসভায়। বিরোধীদের কাঁটা ঘায়ে নুন ছিটিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অধিবেশনের শুরুতেই বিজেপি বিধায়করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই 'তিসরি বার মোদি সরকার' এবং 'বারবার মোদি সরকার' স্লোগান দিতে থাকে। এরপরেই অশান্তির জেরে দুপুর ১২টা পর্যন্ত স্থগিত হয়ে গেল অধিবেশন।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
Winter Session of Parliament | Lok Sabha adjourned till 12 noon amid ruckus in the House. pic.twitter.com/DBAyWiNtMJ
— ANI (@ANI) December 4, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us