চরম সিদ্ধান্ত নিলেন স্পিকার, চমকে গেল দেশ

সংসদের শীতকালীন অধিবেশন শুক্রবার স্থগিত করা হয়, যখন বিরোধী সাংসদরা তাদের সাসপেনশনের বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং ১৩ ডিসেম্বর সংসদে নিরাপত্তা ত্রুটি নিয়ে আলোচনার দাবি জানান।

author-image
SWETA MITRA
New Update
om birlaa.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বিরোধীসাংসদদেরস্লোগানের কারণে লোকসভার (Loksabha)অধিবেশনদুপুরপর্যন্তমুলতবি করে দিলেন স্পিকার। জানা গিয়েছে, আজ দুপুর ১২টা অবধি লোকসভার অধিবেশন স্থগিত করে দেওয়া হয়েছে।  এর আগেও এই হট্টগোলের কারণে বেশ কয়েকটি অধিবেশন মুলতবি করা হয়েছিল। নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে সরকারের কাছ থেকে বিবৃতি দাবি করা হচ্ছে বারবার।