New Update
/anm-bengali/media/media_files/5hzgeXoVwuZNBr5n8zC9.jpg)
নিজস্ব সংবাদদাতা: গত কয়েকদিনে ভারতে যে পরিমাণে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল তার ফলে পুরোনো লকডাউনের স্মৃতি ফিরে আসছে অনেকের মনেই। তবে এবার স্বস্তি দিয়ে ভারতে কমলো দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। ভারতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬,৬৬০ জন। কমেছে ভারতে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীনের সংখ্যাও। ভারতে বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৬৩,৩৮০ জন। তবে দৈনিক করোনা আক্রন্তের সংখ্যা নিয়ে এখনও চিন্তা রয়েই যাচ্ছে।
#COVID19 | India reports 6,660 new cases and 9,213 recoveries in the last 24 hours; active caseload stands at 63,380.
— ANI (@ANI) April 25, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us