New Update
/anm-bengali/media/media_files/1cRRsH8Be8R9Otp3c8Fp.png)
নিজস্ব সংবাদদাতা: ভারতে করোনা ভাইরাসের দৈনিক আক্রান্তের সংখ্যা নতুন করে চিন্তা বাড়াচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই এবার গত ২৪ ঘন্টায় কত জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সেই তথ্য জানা গিয়েছে। ভারতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭,১৭১ জন। ফলে বর্তমানে ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৫১,৩১৪ জন। ফলে করোনা ভাইরাস নিয়ে ফের সাধারণ মানুষের মধ্যে ভয় বৃদ্ধি পাচ্ছে। নতুন করে লকডাউনের স্মৃতি সামনে আসছে। তবে আপাতত লকডাউন হওয়ার কোনও সম্ভাবনাই নেই বলে জানা যাচ্ছে। তবে করোনা ভাইরাসের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন হতে হবে।
COVID-19 | India records 7,171 new cases in 24 hours; Active caseload at 51,314
— ANI (@ANI) April 29, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us