BREAKING : প্রধানমন্ত্রী জনগণের ইচ্ছাকে সম্মান দিয়েছেন, তেজস্বী ক্রেডিট নিচ্ছে ! ফের তেজস্বী যাদবকে দুষলেন চিরাগ পাসওয়ান

ফের তেজস্বী যাদবকে দুষলেন চিরাগ পাসওয়ান।

author-image
Debjit Biswas
New Update
chirag paswannj.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার জাতিভিত্তিক জনগণনার ক্ষেত্রে তেজস্বী যাদবের মন্তব্যের বিরুদ্ধে নিজের প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান। তিনি বলেন,''যার কৃতিত্ব নেওয়ার ইচ্ছা, সে নিক। তবে এরাই হল সেই লোক, যারা আমাদের ও আমাদের প্রধান মন্ত্রীকে আঙুল তুলে বলেছিল যে আমরা জাতিভিত্তিক জনগণনা করব না।”

tejashwikl2.jpg

এরপর তিনি বলেন,''দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের এই দাবি ছিল। আজ আমার প্রধানমন্ত্রী সেই জনগণের অনুভূতির যথোচিত সম্মান দিয়েছেন।”