/anm-bengali/media/media_files/2025/10/01/screenshot-2025-10-01-96-pm-2025-10-01-21-36-52.png)
নিজস্ব সংবাদদাতা: লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবিন্দ্র গুপ্ত আজ একটি উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করে কেন্দ্রশাসিত অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা করেন। বৈঠকে নিরাপত্তা পরিস্থিতি এবং শান্তি বজায় রাখতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে তাঁকে অবহিত করেন প্রশাসনিক ও নিরাপত্তা আধিকারিকরা।
লেফটেন্যান্ট গভর্নর নিরাপত্তা বাহিনী ও দেওয়ানি প্রশাসনের প্রশংসা করেন, যারা কঠিন পরিস্থিতিতেও গত এক সপ্তাহে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। একইসঙ্গে তিনি লাদাখবাসীর ধৈর্য ও সহযোগিতার প্রশংসাও করেন।
আহতদের চিকিৎসা নিয়ে খোঁজখবর নেন কবিন্দ্র গুপ্ত। তিনি প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষকে সেরা চিকিৎসা পরিষেবা দেওয়ার নির্দেশ দেন। যেসব ক্ষেত্রে উন্নত চিকিৎসার জন্য রাজ্যের বাইরে পাঠানো প্রয়োজন, সেখানে প্রশাসনকে সর্বাত্মক মানবিক সহায়তা ও আর্থিক সহযোগিতা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
নাগরিকদের উদ্দেশ্যে লেফটেন্যান্ট গভর্নর আহ্বান জানান, গুজব বা ভুল তথ্যের দিকে যেন কেউ কান না দেন। তিনি আশ্বাস দেন যে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সর্বাত্মকভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও জানান, পরিস্থিতি সম্পূর্ণভাবে স্বাভাবিক হলে ধাপে ধাপে সব বিধিনিষেধ তুলে নেওয়া হবে। তাঁর কথায়, “শান্তি ও উন্নয়নই প্রশাসনের প্রধান অগ্রাধিকার। জনগণের সহযোগিতায় লাদাখ উন্নতির পথে এগিয়ে যাবে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us