Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/14wjzgqzsV4qHZAuaXHi.png)
এলআইসি
নিজস্ব সংবাদদাতা: শুধুমাত্র মহিলাদের জন্য দারুণ খবর। এলআইসির (LIC) লাভজনক এই স্কিমে অত্যন্ত কম বিনিয়োগ করে ব্যাপক রিটার্ন পেতে পারেন আপনি। পেয়ে যাবেন ৭ লাখ ৯৪ হাজার টাকা। ৮ থেকে ৫৫ বছরের মহিলারা এই সুবিধা পাবেন। নাম আধার শিলা পলিসি (LIC Aadhaar Shila Plan)। ৩০ বছর বয়সে এই স্কিমে যদি প্রতিদিন ৫৮ টাকা করে বিনিয়োগ করেন তাহলে বার্ষিক বিনিয়োগ করবেন ২১ হাজার ৯১৮ টাকা। সেই হিসাব অনুযায়ী ২০ বছরে বিনিয়োগ করবেন প্রায় ৪ লাখ ২৯ হাজার ৩৯২ টাকা। তবে মেয়াদ পূরণের পর তিনি ৭ লাখ ৯৪ হাজার টাকা পাবেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us