New Update
/anm-bengali/media/media_files/kkakBF4z5hB9AXY2gNku.jpg)
নিজস্ব সংবাদদাতা: বীমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) বিনিয়োগকারীদের বড় ধাক্কা দিয়েছে। এক বছর আগে ১৭ মে এলআইসি শেয়ার স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছিল। বীমা সংস্থার শেয়ারগুলি বর্তমানে ৯৪৯ টাকার ইস্যু মূল্য থেকে ৪০% হ্রাস পেয়েছে। অর্থাৎ যারা এলআইসির আইপিওতে (IPO) টাকা রেখেছেন, তারা ২.৫ লক্ষ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। ২০২৩ সালের ১৭ মে এলআইসির শেয়ার ৫৬৮.৯০ টাকায় লেনদেন হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us