“ক্ষমতায় নয়, অংশীদারিত্বে ভর করুক ভবিষ্যৎ”— নামিবিয়ার সংসদে মোদীর বার্তা

নামিবিয়ার সংসদে মোদীর বার্তা।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-09 10.04.56 PM

নিজস্ব সংবাদদাতা: নামিবিয়ার সংসদে আবেগঘন ও দৃষ্টিভঙ্গিমূলক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব রাজনীতিতে নতুন ধারার আহ্বান জানান। তিনি বলেন, “চলুন এমন এক ভবিষ্যৎ গড়ে তুলি, যা নির্ধারিত হবে ক্ষমতা দ্বারা নয়, অংশীদারিত্ব দ্বারা। আধিপত্য নয়, বরং সংলাপ হোক আমাদের পথ। বর্জনের জায়গায় আসুক সমতা।”

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে একজোট হয়ে গঠিত ভবিষ্যতের কথা বলেন, যেখানে সহযোগিতা, সমতা ও শান্তির মূল্যবোধ থাকবে কেন্দ্রে। তিনি আরও বলেন, “আমাদের সন্তানরা যেন শুধু সেই স্বাধীনতাই উত্তরাধিকার হিসেবে না পায়, যার জন্য আমরা সংগ্রাম করেছি, বরং সেই ভবিষ্যৎও পাক, যা আমরা একসঙ্গে গড়ে তুলব।” মোদীর এই বক্তব্যে উঠে আসে ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক সম্পর্কের আহ্বান। উপস্থিত সংসদ সদস্যরা তাঁর বক্তব্যে সহমত প্রকাশ করেন এবং ভারত-নামিবিয়া তথা ভারত-আফ্রিকা সম্পর্কের ভবিষ্যৎকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার সংকল্প করেন।