বাতিল নির্বাচনী বন্ড প্রকল্প, সুপ্রিম রায়কে সমর্থন বামদলের

'আমরা নির্বাচনী বন্ডকে রাজনৈতিক দুর্নীতির বৈধকরণ হিসাবে বিবেচনা করি'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
supremeecourt.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: নির্বাচনী বন্ড প্রকল্প বা ইলেকশন বন্ড স্কিম বাতিল করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই রায়ে সরগরম রাজনীতি। কোনও দল এর পক্ষে রয়েছেন তো কোনও দল সুপ্রিম কোর্টের এই রায়কে মেনে নিতে পারছেন না।

এই বিষয়ে, সিপিআই(এম) জেনারেল সেক্রেটারি সীতারাম ইয়েচুরি এদিন বলেন, “সিপিএমই একমাত্র আবেদনকারী, একমাত্র রাজনৈতিক দল যাদের নির্বাচনী বন্ডের বিরুদ্ধে যুক্তি দেখানোর অবস্থান ছিল৷ নীতিগতভাবে, আমরাই একমাত্র দল যারা নির্বাচনী বন্ড গ্রহণ করিনি। আমরা নির্বাচনী বন্ডকে রাজনৈতিক দুর্নীতির বৈধকরণ হিসাবে বিবেচনা করি। তবুও, এটি একটি স্বাগত রায়। এই বার আদালতের এই নির্দেশে কুইড-প্রো-কোর হওয়ার সম্ভাবনা রয়েছে। যার অর্থ, চুক্তি ভঙ্গ করা সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের দাবিকে প্রকাশ করা”।

v

স্ব

স

স