ব্রেকিং: ALERT...মহুয়া মৈত্র, শশী থরুর! মোদীর উদ্দেশ্য স্পষ্ট

দেশের বেশ কিছু বিরোধী নেতা-নেত্রীদের ফোনে গিয়েছে একটি সতর্কবার্তা। তাতে স্পষ্ট যে কেন্দ্রের নজরে রয়েছেন তাঁরা। কী চাইছে মোদী সরকার? এটা কি সরকারেরই প্ল্যান?

author-image
Anusmita Bhattacharya
New Update
dew

নিজস্ব সংবাদদাতা: দেশের বিরোধী দলের বেশ কিছু নেতা-নেত্রীর কাছে পৌঁছেছে সতর্ক করে দেওয়া ম্যাসেজ। নিজেদের ফোনে এই বার্তা পেয়েছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র, শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী, কংগ্রেস নেতা শশী থরুর এবং পবন খেরা। এই সাবধানবাণী দেওয়া হয়েছে তাঁদের ফোন প্রস্তুতকারক সংস্থার তরফ থেকে। এই নেতা-নেত্রীদের সকলের কাছে আইফোন রয়েছে এবং সেই আইফোনে তাঁরা মেসেজ পেয়েছেন যেখানে দাবি করা হয়েছে যে রাজ্যের স্পন্সর করা কিছু আক্রমণকারী তাঁদের ফোন হ্যাক করার চেষ্টা করছে। 

এবার এই নিয়ে মুখ খুলেছেন শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী। তিনি দাবি করেন যে 'যেভাবে আমি গত রাতে সতর্কবার্তা পেয়েছি তাতে বোঝা যাচ্ছে যে এটা কেন্দ্র সরকারের সুচিন্তিত পরিকল্পনা এবং আমাকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। কেন শুধুমাত্র বিরোধী দলের নেতা-নেত্রীরাই এই ধরনের বার্তা পাচ্ছেন? এর থেকে স্পষ্ট যে একটা বড় মাপের পর্যবেক্ষণ চলছে। এই নিয়ে তদন্ত হওয়া উচিত এবং কেন্দ্রের উচিত স্পষ্ট বিবৃতি দেওয়া'।

hiring.jpg