Train Accident: শুভেন্দু অধিকারীকে নিয়ে বড় খবর

ওড়িশার বালাসোরে ভয়াবহ ট্রেন (Balasore Train Accident) দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৫ জনে। দুর্ঘটনায় আহত হয়েছেন ১ হাজারেরও বেশি মানুষ। তবে এখনও এই মৃত ও আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

author-image
SWETA MITRA
New Update
train সু.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজবালেশ্বরযাচ্ছেনরাজ্যেরবিরোধীদলনেতাশুভেন্দুঅধিকারী (Suvendu Adhikari)। আজ রবিবারবিকেলটের সময়ে নন্দীগ্রামের এই বিজেপি বিধায়কসাংবাদিকবৈঠকওকরবেনবলেসূত্রের খবর। ওড়িশার বালাসোরে ভয়াবহ ট্রেন (Balasore Train Accident) দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৫ জনে। দুর্ঘটনায় আহত হয়েছেন ১ হাজারেরও বেশি মানুষ। তবে এখনও এই মৃত ও আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারী দল। দুর্ঘটনার প্রাথমিক তদন্তে জানা গেছে যে করমণ্ডল এক্সপ্রেসটি বেহঙ্গা বাজার স্টেশনের আগে মূল লাইনের পরিবর্তে লুপ লাইনে চলেছিল, যেখানে একটি মালগাড়ি আগে থেকেই দাঁড়িয়ে ছিল। শুক্রবার সন্ধেবেলায় এই করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি ওই মালগাড়িকে ধাক্কা মারে। চোখের নিমেষে একের পর এক ট্রেন লাইনচ্যুত হয়ে যায়।