টানা বৃষ্টির জেরে আজ বন্ধ হল অমরনাথ যাত্রা ! দেখে নিন কবে থেকে ফের শুরু হবে

দেখুন অমরনাথ যাত্রার লেটেস্ট আপডেট।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : আজ (১৪ই জুলাই) পহেলগাঁও ও বালতালের দুটি বেস ক্যাম্প থেকেই অমরনাথ যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। মূলত অতিবৃষ্টির কারণে এই যাত্রাপথের ক্ষতিগ্রস্ত জায়গাগুলির মেরামতির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কাশ্মীরের ডিভিশনাল কমিশনার বিজয় কুমার বিধুরি। তিনি বলেন,"গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে এই যাত্রাপথে জরুরি সংস্কারের খুবই দরকার হয়ে পড়েছে। তাই আজ পহেলগাঁও ও বালতাল,এই দুই দিক থেকেই অমরনাথ গুহার দিকে যাত্রা বন্ধ করে রাখা হয়েছে। তবে যারা আগের রাতে পঞ্চতার্নি ক্যাম্পে ছিলেন, তাদেরকে উপযুক্ত নিরাপত্তার মধ্যে বালতালের দিকে নেমে আসতে দেওয়া হয়েছে।"

amarnath yatra