New Update
/anm-bengali/media/media_files/aw6IypxwifBGNpUwYbbz.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রের থানের ডোম্বিভালিতে বয়লার বিস্ফোরণের ঘটনায় ১০ জনের মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার অর্থাৎ আজ ঘটনাস্থল থেকে সামনে এল সর্বশেষ ভিডিও।
#WATCH | Deputy Collector Civil Defence, Thane, Vijay Jadhao says, "40 volunteers of Civil Defence have been working here since yesterday... forensic team is also there..." https://t.co/EYA8VRZlDCpic.twitter.com/AOBCOBZEbe
— ANI (@ANI) May 24, 2024
এই বিষয়ে থানের সিভিল ডিফেন্সের ডেপুটি কালেক্টর বিজয় জাধাও বলেন, "গতকাল থেকে এখানে ৪০ জন সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবক কাজ করছেন। সেখানে ফরেনসিক টিমও রয়েছে।"